![]() | - | Mehreen NashaMagic Tricks20 Oct 2021 (7 months ago)
|

অংক দিয়ে বোকা বানানো, অংকের টেকনিক, অংকের ট্রিক, অংকের ধাঁধা উত্তর সহ ছবি, অঙ্কের ধাঁধা, ক্যালকুলেটরের জাদু, গণিত নিয়ে মজার খেলা, গণিতের মজার ধাঁধাঁ pdf, নতুন অংকের ম্যাজিক, মজার ম্যাজিক
যদিও এই অংকের ম্যাজিকটি ছােট্ট কিন্তু এটা কম আশ্চর্যজনক নয়।
প্রথমে আপনি যাকে ম্যাজিক দেখাবেন তাকে বলুন পাশাপাশি তিনটি একই রকম সংখ্যা লিখতে।
যেমনঃ [১১১, ২২২, ৩৩৩, ৪৪৪, ৫৫৫ ইত্যাদি।]
ধরুন সে ১১১ এই সংখ্যা নিল। তারপর তাকে ঐ তিনটি সংখ্যা যােগ করে ঐ যােগফল দারা এই তিন অংকের সংখ্যাকে ভাগ করতে বলুন।
যেমনঃ [যদি সে ১১১ এই সংখ্যাটি লেখে তবে ১+১+১=৩, এরপর ১১১/৩ = ৩৭]এখন তার উত্তর যে ৩৭ এটা কিন্তু আপনি না দেখেই বলে দিতে পারবেন।
কিভাবে জানতে পারবেন সংখ্যাটি কত???
যে ভাবে আপনি তার উত্তর বলে দিতে পারবেন। মজার কথা হল এই যে, আসলে এর উত্তর সব সময় ৩৭ই হবে। সে একই রকমের তিন সংখ্যাতে যাই লিখুক না কেন এটার উত্তর সবসময় ৩৭ই হবে। কিন্তু এখানে একটা কথা আপনি যদি তাকে খুব বেশি চমকিত করতে চান তবে আমি আপনাকে একটি বুদ্ধি শিখীয়ে দিচ্ছি।
আপনি এই ম্যাজিক দেখানাের আগে একটা কাগজে লেবুর রস দিয়ে ৩৭ লিখবেন। তার পর যখন এটা শুখাবে দেখবেন ৩৭ লিখাটি আর দেখা যাচ্ছে না। এবার এই কাগজটি আপনার সংগ্রহে রাখুন। এবং যখন কাউকে এই ম্যাজিকটি দেখাবেন তখন উত্তর বলার আগে আপনার সংগ্রহের ঐ কাগজটি বের করে তাতে কিছু সময় ঝাড়ফুঁক একটু অভিনয় এই আরকি করে কাগজটি পানিতে ভিজালেই দেখবেন ৩৭ লেখাটি ফুটে উঠেছে।তখন তাকে কাগজটিদেখান আর খুব ভাবভঙ্গী নিয়ে বলুন “তােমার অংকের উত্তর ৩৭ হা হা হা”।
বিঃ দ্রঃ এই ম্যাজিকটি কখনও কাউকে দুইবার দেখাতে যাবেন না। তাহলে সে নিশ্চিত বুঝে যাবে। কারণ এটার উত্তর সবসময়ই ৩৭।
ম্যাজিক টি ভাল লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর হ্যাঁ লাইক এবং কমেন্ট করতে এই সাইট এ লগইন বা রেজিস্ট্রেশন করা লাগেনা।
ধন্যবাদ সবাইকে
![]() |
বন্ধুর গার্লফ্রেন্ড বা ক্রাশের নাম জেনে ফেলুন বন্ধুকে বোকা বানিয়ে? 99% working
2 months ago - Magic Tricks37 likes - 226 views - 1 comment |
![]() |
অসাধারণ অংকের ম্যাজিক | অবাক অথবা হতাশা হয়ে পরবে আপনার ফ্রেন্ড | New Magic 2021
7 months ago - Magic Tricks24 likes - 715 views - 3 comments |
No comments to “অংকের ম্যাজিক | অবাক অথবা হতাশা হয়ে পরবে আপনার ফ্রেন্ড | New Magic 2021” |