![]() | - | Tamim AhmedMagic Tricks20 Oct 2021 (7 months ago)
|

অংক দিয়ে বোকা বানানো, অংকের টেকনিক, অংকের ট্রিক, অংকের ধাঁধা উত্তর সহ ছবি, অঙ্কের ধাঁধা, ক্যালকুলেটরের জাদু, গণিত নিয়ে মজার খেলা, গণিতের মজার ধাঁধাঁ pdf, নতুন অংকের ম্যাজিক, মজার ম্যাজিক
আজকে আমি আপনাকে একটি অসাধারণ অংকের ম্যাজিক দেখাবো। ম্যাজিকটি আসলেই অসাধারণ কারণ আমি এই ম্যাজিকটি যাকে দেখেছি সেই অবাক হয়েছে।
এই ফটোতে দেখতে পারছেন কতগুলো সংখ্যার যোগফল দেওয়া আছে। এখান থেকে আপনি একটি অসাধারণ ম্যাজিক জানতে পারবেন।প্রথমে আপনার বন্ধুকে বলুন পাঁচ অংকের সংখ্যা তার খাতায় লিখতে।
ধরুন সে 25801 সংখ্যাটি লেখলো।
তারপর আপনি অন্য একটি খাতায় বা আপনার খাতায় এই অংকের উত্তর বা যোগফলটি লিখবেন।কিভাবে আপনি অংক করার আগে উত্তর বা যোগফলটি কি লিখবেন?
এটা একেবারেই সহজ। আপনার বন্ধুর খাতায় যে পাঁচটি সংখ্যা রেখেছে ওই প্রত্যেকটি সংখ্যার সাথে 20 করে যোগ করুন।
যেমনঃ (1+20=21) (0+20=20) (8+20=28) (5+20=25) (2+20=22)
এবার প্রথম যোগফল থেকে 21 এর থেকে 2 হাতে রেখে খাতায় 1 লিখুন। আবার দ্বিতীয় যোগফল থেকে 20 এর সাথে হাতে রাখা 2 যোগ করে (20+2=22) এর 2 হাতে রেখে খাতায় 1 এর বাম দিকে 2 লিখুন। যেমনঃ ****21আবার তৃতীয় যোগফল থেকে 28 এর সাথে হাতে রাখা 2 যোগ করে (28+2=30) এর 3 হাতে রেখে খাতায় 21 এর বাম দিকে 0 লিখুন। যেমনঃ ***021
চতুর্থ যোগফল থেকে 25 এর সাথে হাতে রাখা 3 যোগ করে (25+3=28) এর 2 হাতে রেখে খাতায় 021 এর বাম দিকে 8 লিখুন। যেমনঃ **8021
সর্বশেষ পঞ্চম যোগফল থেকে 22 এর সাথে হাতে রাখা 2 যোগ করে (22+2=24) এর কোন কিছু হাতে না রেখে খাতায় 8021 এর বাম দিকে 24 লিখুন। যেমনঃ 248021
এইনিয়মটি ভালভাবে বুঝলে 25801 সংখ্যাটি থেকে এই 248021 সংখ্যাটি বার করতে আপনার 7 থেকে 10 সেকেন্ড সময় লাগবে।
এখন 248021 সংখ্যাটি আপনার খাতায় লিখুন। তারপর আপনার বন্ধুকে বলুন তার খাতায় যে সংখ্যাটি লিখেছে ঐ সংখ্যার নিচে আবারও 0 ব্যতীত পাঁচটি সংখ্যা লিখতে। ধরুন সে 25801 নিচে 59349 সংখ্যাটি লিখলো।
এবার আপনি আপনার বন্ধুর খাতাটি নিবেন এবং তার নিচে আপনিও পাঁচটি সংখ্যা লিখবেন।
যে সংখ্যাগুলো লেখবেন তারও একটি নিয়ম আছে। ধরুন আপনার বন্ধু 59349 সংখ্যাটি লিখলো। প্রত্যেকটি সংখ্যা সাথে 10 বিয়োগ করবেন।
যেমনঃ (10-5=5) (10-9=1) (10-3=7) (10-4=6) (10-9=1)বিয়োগফলগুলো সিরিয়ালে আপনার বন্ধু খাতায় সংখ্যার নিচে লিখবেন। যেমনঃ 51761
একইভাবে আবার আপনার বন্ধুকে বলুন 0 ব্যতীত পাঁচটি সংখ্যার লিখতে। ধরুন আপনার বন্ধু 17238 সংখ্যাটি লিখলো। তার নিচে আবার আগের নিয়মে আপনিও বিয়োগ করে 93872 সংখ্যাটি লিখবেন।
এবার সবগুলো সংখ্যা বলবেন যোগ করতে।এখন দেখুন যোগফল আপনার খাতার লেখার সাথে মিলে যাবে। আপনার খাতাটি আপনার বন্ধুকে দেখে চমকে দিতে পারবেন।
বিঃ দ্রঃ এই ম্যাজিকটি কখনও কাউকে দুইবার দেখাতে যাবেন না। তাহলে সে না বুঝলেও এই ম্যাজিক থেকে ইন্টারেস্ট উঠে যাবে। কারণ মানুষ প্রথম বার দেখলে চমকে যায়।
ম্যাজিক টি ভাল লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর হ্যাঁ লাইক এবং কমেন্ট করতে এই সাইট এ লগইন বা রেজিস্ট্রেশন করা লাগেনা।
ধন্যবাদ সবাইকে
![]() |
বন্ধুর গার্লফ্রেন্ড বা ক্রাশের নাম জেনে ফেলুন বন্ধুকে বোকা বানিয়ে? 99% working
2 months ago - Magic Tricks37 likes - 230 views - 1 comment |
![]() |
অংকের ম্যাজিক | অবাক অথবা হতাশা হয়ে পরবে আপনার ফ্রেন্ড | New Magic 2021
7 months ago - Magic Tricks20 likes - 175 views - No comment |
ভাই ম্যাজিক অনেক ভালো লাগছে
Hi
Hmm