![]() | - | Tamim AhmedElectronics19 Oct 2021 (7 months ago)
|

কে প্রথম বিদ্যুৎ আবিষ্কার করেন, বিদ্যুতের আবিষ্কারক কে?, বিদ্যুৎ আবিষ্কার কিভাবে হয়, বিদ্যুৎ আবিষ্কারের ইতিহাস, বিদ্যুৎ আবিষ্কারের পেছনে আসল রহস্য, বিদ্যুৎ কত সালে আবিষ্কার করা হয়, বিদ্যুৎ কোথায় থেকে আসে?
বিদ্যুৎ কে আবিষ্কার করেন?
১৮ শতকের মাঝামাঝি আমেরিকান বিজ্ঞানী বেনজামিন ফ্রাঙ্কলিন প্রথম বিদ্যুতের ওপর ব্যবহারিক গবেষণা শুরু করেন। কিন্তু এসময় নিরবছিন্ন বিদ্যুৎ পাওয়া যেত না। শুধু সাময়িক সময়ের জন্যই বিদ্যুৎ ব্যবহার করা যেত। ১৮৪০ সালে আবিষ্কৃত টেলিগ্রাফও ব্যাটারির মাধ্যমে চালানাে হতাে। এরই মাঝে ফ্যারাডের একটি আবিষ্কারের সূত্র ধরেই ১৮৩১ সালে ডায়নামাে আবিষ্কার করা হয়। তবে বেনজামিন ফ্রাঙ্কলিন কে বিদ্যুৎ এর আবিষ্কারক হিসাবে ধরা হয়।বিদ্যুৎ আবিষ্কারের গল্প।
বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের বিদ্যুৎ আবিষ্কার নিয়ে একটি মজার গল্প আছে। আকাশের চমকানাে বিদ্যুৎ আর আমাদের ঘরে উৎপাদিত বিদ্যুৎ যে একই জিনিস তা জানতেন না তখনকার বিজ্ঞানীরা। বেঞ্জামিন প্রমাণ করে দেখান যে, আকাশের চমকানাে বিদ্যুৎ আর ঘরে তৈরি করা বিদ্যুৎ একই জিনিস। ১৭৫২ সালের ১৫ জুন তিনি প্রচণ্ড এক ঝড়াে বাতাসে বিপজ্জনক এক পরীক্ষা করে বসেছিলেন। সে দিন রাতে প্রবল বাতাসের সঙ্গে সঙ্গে চলছিল বৃষ্টি। তিনি সে দিন উড়িয়ে দিলেন রেশমি কাপড়ের তৈরি এক ঘুড়ি। ঘুড়ির যে সুতা সেখানেও ব্যবহার করলেন রেশমি সুতা। সুতার শেষ মাথায় মানে হাতের কাছে বেঁধে দিলেন ধাতুর তৈরি এক চাবি। আর চাবিটা ছিল এক দম তার হাতের কাছে। রেশমি সুতা নেওয়ার কারণ, রেশমি কাপড় ইলেকট্রন পরিবহন করতে পারে ভালাে। রেশমি কাপড়ে কাচের কাঠি ঘষে নিলে তা ছােট ছােট কাগজ টুকরাে বা কাঠের টুকরােকে আকর্ষণ করে তা প্রচলিত ছিল অনেক আগেই। তার ওপর ছিল বৃষ্টির জলে ভিজে পরিবহন ক্ষমতা গেল বেড়ে। ফ্রাঙ্কলিন জানতেন না কত বড় বিপদের কাজ করছেন তিনি। আকাশে বিদ্যুৎ চমকানাের সঙ্গে সঙ্গে সে বিদ্যুৎ ভেজা সুতাে বেয়ে নেমে এল চাবির মাঝে। চাবির মধ্যে বয়ে গেল প্রবল বিদ্যুতের ঝলক। বেঞ্জামিনের ভাগ্য যে কী পরিমাণ ভালাে ছিল ভাবতেই অবাক লাগে। কারণ এ কাজে দু’জন মারা গিয়েছিল। আকাশে যে কী পরিমাণ বিদ্যুৎ থাকে! প্রায় আড়াইশাে বছর আগে পরীক্ষাটি করেছিলেন বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন।
![]() |
ইলেকট্রনিক্স সম্পর্কে বিস্তারিত | Basic Electronics | Bangla Tutorial
7 months ago - Electronics16 likes - 190 views - No comment |
No comments to “বিদ্যুৎ কে আবিষ্কার করেন? কিভাবে বিদ্যুৎ আবিষ্কার হলো?” |