![]() | - | AdminBasics Press Notice22 Dec 2021 (5 months ago)
|

how to add post on basics press, how to create post in basics press, how to make post on basics press bangla, এই ওয়েবসাইট পোস্ট করার জন্য কি কি লাগবে, কিভাবে আমি পোস্ট করব, কিভাবে আমি সাইটে পোস্ট করব, কিভাবে বেসিক প্রেস পোস্ট করে, বেসিক প্রেসে পোস্ট করার নিয়ম
আশা করি সবাই ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আমাদের এই ওয়েবসাইট খুলার কারণ হচ্চে বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র-ছাত্রীর হাত খরচ চালানোর।
তাছাড়াও অনেক ফ্রিল্যান্সার বাংলাদেশে আছে যারা পার্মানেন্ট কোন কাজ পাচ্ছে না। তারাও চাইলে আমাদের সাথে যোগ দিতে পারেন। এবং আপনার কনটেন্ট ছরিয়ে দিতে পারেন সারা বাংলাদেশ। তাহলে আপনারা ভাবতে পারেন কাজটা তো ইউটিউব এর মতই। তাহলে ইউটিউবে করলেই পারি।
আমি বলব ইউটিউব এর সাথে আমাদের ওয়েবসাইটের কিছুটা মিল থাকলেও পুরোপুরি মিল নেই। ইউটিউবে আপনার মিশন থাকে সাবস্ক্রাইবার বাড়ানোর। আর এই সাইটের সকল ভিজিটর আপনার সাবস্ক্রাইবার। ইউটিউবে মনিটাইজেশন পাওয়া অনেক কঠিন। আর এই সাইটে তিন-চারটা ভালো করে পোস্ট করলে মনিটাইজেশন পেয়ে যাবেন। এত কথা না বলে কাজের কথায় আসি।
আমাদের সাইটে পোস্ট করা নতুনদের জন্য অনেক কঠিন। যারা নতুন তারা স্ক্রিনশট দেখে step-by-step ফলো করুন।
প্রথমে আমাদের সাইটে রেজিষ্ট্রেশন করুন। যারা রেজিস্ট্রেশন করেছেন তাঁরা লগইন করুন।
তারপর continue with Google এ ক্লিক করুন।
এখানে আপনার পার্মানেন্ট ইমেইল একাউন্টে সিলেক্ট করুন।
তারপর এই দুই খালি আট সংখ্যার কঠিন পাসওয়ার্ড ব্যবহার করে Update এ ক্লিক করুন। রেজিস্ট্রেশন এর কাজ শেষ।
এবার নতুন পোস্ট করতে চাইলে। নিচের প্লাস আইকনে ক্লিক করুন।
আবার পেন্সিল আইকনে ক্লিক করুন।
এবার আপনি যে টপিক নিয়ে পোস্ট করতে চান। ওই টপিকের টাইটেল লিখুন।আপনাদের দেখানোর স্বার্থে আমি একটি পোস্ট লিখতেছি এক্সাম্পল হিসেবে।
এবার আমি এইচটিএমএল কোড ব্যবহার করব। প্রথমে উপরে Html Code ক্লিক করলাম।
এখানে আমার দরকার হেডিং টেক্সট কোড। তো আমি এই কোডটি কপি করলাম।
তারপর কনটেন্ট বক্সে পেস্ট করলাম।
এখানে Enter Text টি ক্লিয়ার করে “জাতীয় সংগীত” লিখলাম।
তারপর আবার আমার একটি বোল্ড টেক্সট কোডের দরকার। তো এখানে আমি বোল্ড টেক্সট এইচটিএমএল কোড টি কপি করলাম।
এবার বোল্ড টেক্সটিও কন্টেন এ পেস্ট করলাম।
আবার আমি Enter text ক্লিয়ার করে কবি নাম লেখলাম।
তারপরে নিচে কিছু কনটেন্ট লেখলাম।
এবার আমরা কন্টেনের মাঝখানে একটি ফটো যোগ করব।
ফটো যোগ করার জন্য উপরে Add Image এ ক্লিক করে একটি ফটো সিলেক্টে ক্লিক করলাম।
আমার ফাইল ম্যানেজার থেকে আমি এই ফটো চয়েস করলাম।
তারপর আপলোড এ ক্লিক করলাম।
আপলোড হওয়া শেষ হলে ফটো নিচে একটি কোড দেখবেন। ওই কোডটি কপি করলাম।
তারপর কন্টেনের মাঝখানে ওই কোডটা পেস্ট করলাম।
তারপর আবার কিছু কনটেন্ট লেখলাম। মনে রাখবেন যে কমপক্ষে আপনাকে 200 ওয়ার্ড লেখা লাগবে।
এবার একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমি ক্যাটাগরিতে ক্লিক করলাম।
যেহেতু আমার এই পোস্ট টি কোনো ক্যাটাগরির মধ্যে পড়তেছে না। তাই আমি Uncategorized ক্যাটাগরিটি সিলেক্ট করলাম
Searching Keyword এটা খুব ইম্পর্টেন্ট। আপনার লেখা টপিক গুগল সার্চ ইঞ্জিন রেংকিং করার জন্য ইউজার কি কি লিখে সার্চ দিলে আপনার টপিকটি পাবে। তা পার পার কমা বসিয়ে কে ওয়ার্ড গুলো লিখতে হবে।যেমন আমি লিখলাম “বাংলাদেশের জাতীয় সংগীত কে লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সংগীত, বাংলাদেশের জাতীয় সংগীত”। এই কেওয়ার্ডগুলো যত লিখবেন ততই ভাল রেংকিং করবে।
এবার submit এ ক্লিক করলাম।
এখানে আপনাকে পোস্ট রিলেটেড একটি থামনেল দিতে হবে। তাই আমি আমার ফাইল ম্যানেজার থেকে একটি সিলেক্ট করব।
এখানে আমি এই ফটোটি সিলেক্ট করলাম।
তারপর সাবমিট এ ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করলে কিছুক্ষণ লোডিং নিবে।
এবার কনফার্ম এ ক্লিক করলে। পোস্ট সাবমিট করার কাজ শেষ।
আপনার একাউন্টে ব্লু ভেরিফাই বা মনিটাইজেশন হওয়ার আগে যতবারই পোস্ট করবেন পোস্ট পেন্ডিং এ যাবে।আর আপনাকে অবশ্যই রুলস গুলো মাথায় রাখতে হবে।
পোস্ট করার সময় শুধুমাত্র বাংলা এবং ইংরেজি লেখা ব্যবহার করুন। বাংলা এবং ইংরেজি লেখা ব্যতীত অন্য ভাষার পোস্ট এই ওয়েবসাইটে অনুমোদিত হবে না। বাংলায় এবং ইংরেজিতে পোস্ট করার সময় শুদ্ধ লেখা ব্যবহার করুন। কারণ আপনার পোস্ট বিভিন্ন ভাষায় ট্রানসলেশন হবে। পোস্টের সাথে যুক্ত ক্যাটাগরি / ট্যাগ / বৈশিষ্ট্যযুক্ত ছবি ব্যবহার করুন। পোস্টটি নিজের ভাষায় লিখুন এবং কপিপেস্ট এড়িয়ে চলুন। কোনো ওয়েবসাইট বা গুগল থেকে ছবি কপি করবেন না. এটি আমাদের সাইটের রেংকিং সমস্যা করে। সেক্ষেত্রে আমরা আপনার পোস্ট অনুমোদন করব না। কোন প্রচারমূলক অথবা প্রতারণামূলক এবং সেক্সুয়াল পোস্ট অনুমোদিত হবে না। আমি যে পোস্টটা করেছি তার ডেমোঃ
withdaw system kthy
এই সাইটে প্রতি পোস্টে কত টাকা দেওয়া হয়?
পোষ্টের ট্রাফিক অনুযায়ী।
প্রতি পোস্ট করার শেষে দেখা যায় 5 টাকা করে প্লাস হচ্ছে। উক্ত পোস্টে লাইক কমেন্ট ভিউ অনুযায়ী দেখা যায় সব সময় টাকা প্লাস হচ্ছে। মানে এক পোস্ট থেকে আপনি কত টাকা ইনকাম করবেন তা কোন নির্ধারণ করা নেই। কিন্তু প্রতি পোস্টে সর্বনিম্ন পাঁচ টাকা।
ধন্যবাদ ভাই ।সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য।আবার নতুন করে পোস্ট করবো ।
Wlc ❤️❤️❤️
ধন্যবাদ ভাই বুঝতে পেরেছি, একটা পোষ্ট করেছিলাম
তবে HTML আমি বেবহার করিনি, পেন্ডিংয়ে আছে
Termux command use korbo, er jonno ki code use kora lagbee
[command]apt update[/command]